প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 19 May 2025, 4:31 PM
প্রত্যেক জিনিসের উজ¦ল দিক দেখবে, অন্ধকারের দিকে তাকাবেনা এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার বিপাড়া উপজেলার মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে রোভার স্কাউট চালু করার উদ্দেশ্যে ওরিয়েন্টেশন ক্লাস ও আলেচনা সভা কলেজ মিলনায়তে অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ শিক্ষাবিদ সৈয়দ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বিশেষ স্কাউট ব্যক্তিত্ব ছিলেন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের প্রানীবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক ও গার্ল ইন রোভার স্কাউট লিডার মোসাম্মৎ ফাতেমা বেগম উডব্যাজার।
এ সময় অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে। শিশু— কিশোর ও যুবদের চরিত্রবান,আত্নপ্রত্যয়ী, দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ আন্দোলন বিপুল অবদান রেখে যাচ্ছে। পড়ালেখার পাশাপাশি স্কাউটিং এর সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন প্রশিক্ষন ও সেবামূলক কাজে অংশগ্রহন করা যায়। রোভার স্কাউটের মূলমন্ত্র হল— সেবা। সেবা করার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে ও চিনতে হবে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ শিক্ষাবিদ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, শিক্ষাও প্রশিক্ষণমূলক আন্দোলন। এই আন্দোলনকে গতিশীল করতে শিক্ষা মন্ত্রণায়নের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের কলেজে রোভার স্কাউটিং কার্যক্রম স্বল্প সময়ের মধ্যে চালু হবে। তোমরা রোভার স্কাউটের সাথে সম্পৃত্ত থেকে নিজেকে ভাল ছাত্রের পাশাপাশি ভাল মানুষ হিসেবে তৈরী করবে।
এ সময় উপস্থিত ছিলেন— মাধবপুর আলহাজ¦ মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের রোভার স্কাউট গ্রুপের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক সমাজকর্ম বিভাগের প্রভাষক শারমিন নোরেন রিমা ও জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সালাহ উদ্দিন রনি,আইসিটি বিভাগের প্রভাষক মো. মাজাহারুল ইসলাম প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগের ঘোষণা এসেছে। ১ লাখ ৮২২টি এমপিওভু...
রয়েল এনফিল্ড–-শুধু একটা বাইক নয়, ইতিহাসের-ঐতিহ্যের অংশ! ১৮৯৩ সালে ইংল্যান্ডে যাত্রা...
বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া নতুন কোনো বিষয় নয়, তবে সাম্প্রতিক ত...
বৃষ্টি হচ্ছে…আর আমার হৃদয়ের সমস্ত নীল মেঘতোমার নামেই ছড়িয়ে দিচ্ছে জলরাশি,যেমন অকারণে, অথচ নির্ভেজাল...
বাবা দিবসে ফেসবুক ভরে যায় "আই লাভ ইউ বাবা" লিখায়, অথচ চল্লিশ -ষাট শতাংশ বাবাই আছেন...
কুমিল্লার ১৮টি থানার ইতিহাসে প্রথমবারের মতো নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজনীন...
The Weekly Swadesh Journal স্বদেশ জার্নাল