প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: নারী ও শিশু | প্রকাশ: 1 Jul 2025, 7:26 AM
কুমিল্লার মুরাদনগরের আলোচিত সংখ্যালঘু নারী ধর্ষণ ও নির্যাতন মামলায় আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আবারও তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে ‘তোদের বাপ আইছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়—ধর্ষক ফজর আলী ও ভুক্তভোগী নারীকে পৈশাচিক কায়দায় বিবস্ত্র করে নির্যাতন করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, ইচ্ছাকৃতভাবেই এসব ভিডিও প্রকাশ করে ভুক্তভোগীকে সামাজিকভাবে হেয় এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন,
“দুইজনকে ধরার আগেই পরিকল্পনা করে ভিডিও ধারণের প্রস্তুতি ছিল। এটা শুধু মুরাদনগরের নয়, পুরো দেশের বিবেকের ওপর আঘাত।”
নতুন ভিডিওতে দেখা যায়, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আলী সুমন ও তার সহযোগীরা ফজর আলী ও ওই নারীকে আটকে পৈশাচিক নির্যাতন করছেন। সুমনের সহযোগী অনিক নিজ হাতে নারীকে বিবস্ত্র করে চৌকিতে শুইয়ে দেয়। এই ভিডিওই এখন দেশের সোশ্যাল মিডিয়ায় ‘ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের প্রতীক’ হয়ে ছড়িয়ে পড়ছে।
স্থানীয় চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন,
“ঘটনার নেপথ্যে মূল কারিগর সুমন ও তার দল। ছাত্রলীগের নাম ব্যবহার করে তারা নিজেরাই ফজর আলীকে ফাঁদে ফেলে পরিকল্পিতভাবে ভিডিও করে।” অপরদিকে ইউপি সদস্য আব্দুর রউফ জানান, “ফজর আলী একজন চিহ্নিত অপরাধী। সুদের কারবার, নারী নির্যাতন, ডাকাতি—সবই তার কর্ম। এলাকার মানুষ তাকে ভয় পেত।”
ঘটনার শুরুতে কেউ কেউ এটিকে পরকীয়া বলে চালাতে চাইলেও, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান জানান,
“আমরা প্রাথমিক তদন্তে কোনো পরকীয়ার প্রমাণ পাইনি। এটি একটি সুস্পষ্ট যৌন নির্যাতন ও সহিংসতা। ভুক্তভোগী নারী সহজ-সরল প্রকৃতির। ঘটনার পেছনে যে কারো সম্পৃক্ততা থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।”
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন,
“ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। এতে তাদের পরিকল্পনা ও উদ্দেশ্য জানা যাবে।” প্রধান অভিযুক্ত ফজর আলী এখনও পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন, ফলে তাকে এখনো আদালতে তোলা হয়নি।
এলাকাবাসীর জিজ্ঞাসা, “যেখানে একটি নারী পাশবিক নির্যাতনের শিকার, সেখানে কে বা কারা সেই নির্যাতন ভিডিও করলো? কেন করলো? কাকে দেখাতে চাইল?” অনেকের মতে, এটি ছিল একটি গণ-নিপীড়নমূলক ‘কন্টেন্ট নির্মাণ’, যার উদ্দেশ্য শুধুই ভীতি সৃষ্টি ও বিকৃত আনন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
বহুল প্রতীক্ষিত ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সো...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতিকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক...
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার নির্ধারিত মূল্য চূড়ান...
অবশেষে কুমিল্লাবাসীর তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে বন্ধ হলো বহুল আলোচিত কুটির শিল্প ও বাণিজ্য ম...
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র স্থাপনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)...
ইলিশ—জাতীয় মাছ হিসেবে আবেগ ও অর্থনীতির এক অনন্য প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে এর ক্রমবর্ধমান দাম সা...
The Weekly Swadesh Journal স্বদেশ জার্নাল