চাঁদপুর শহরের লেক থেকে আল-আমিন (১৭) নামের সদ্য এসএসসি পাস করা এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিন চাঁদপুর গনি স্কুলের শিক্ষার্থী এবং রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে।
পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং কিশোর গ্যাংয়ের সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ লেকে ফেলে দেয়। নিহতের শরীরে আঘাতের চিহ্নও রয়েছে বলে জানান স্বজনরা।
ঘটনার পর আল-আমিনের সঙ্গে থাকা ৭ জন সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি।