আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি বলেন, “যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে শহীদদের রক্ত, নিহত মায়ের সন্তান এবং আহতদের অঙ্গপ্রত্যঙ্গ ফেরত দিতে হবে।”
বিএনপি ও জামায়াত ঘোষিত টাইমফ্রেমে নির্বাচনে আপত্তি না জানালেও এনসিপি বরাবরই সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের আগে ভোট আয়োজন নিয়ে প্রশ্ন তুলছে। নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “একই সংবিধান, একই সিস্টেমে নির্বাচন হলে এত প্রাণহানির প্রয়োজন ছিল না।”
ডিজিএফআই-এর সমালোচনা করে তিনি বলেন, “তারা জনগণের টাকায় চলে, অথচ কোনো জবাবদিহি নেই। আবার আয়নাঘরের প্রচেষ্টা হলে আমরা ডিজিএফআই সদর দপ্তর পর্যন্ত ভেঙে দেব।”
সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।