প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 9 Jun 2025, 1:12 PM
পবিত্র ঈদুল আজহার স্নিগ্ধ প্রভাতে ভ্রাতৃত্ব ও সহানুভূতির যে শাশ্বত বার্তা জড়িয়ে থাকে, সেই আলোকিত অনুভবেই পরস্পর শুভেচ্ছা বিনিময় করেছেন দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সৌহার্দ্যপূর্ণ আদান-প্রদান যেন দুই জাতির সম্পর্কের নতুন এক সংবেদনশীল অধ্যায়ের সূচনা করে।
গত ৪ জুন, ঈদুল আজহা উপলক্ষে পাঠানো এক আন্তরিক বার্তায় প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের জনগণ এবং ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানান। তাঁর ভাষায়, “এই পবিত্র উৎসব আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যাবশ্যক।”
মোদি-বার্তার প্রতিউত্তরে, ৬ জুন পাঠানো এক চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী ও জনগণকে শুভেচ্ছা জানান। তাঁর বক্তব্যে উঠে আসে এক মানবিক সৌহার্দ্যের ছায়া, “আপনার এই বার্তা আমাদের দুই দেশের মাঝে বিদ্যমান পারস্পরিক মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতিফলন। ঈদুল আজহা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি আত্মোপলব্ধি, ত্যাগ ও ঐক্যের এমন এক অনুপ্রেরণা বহন করে, যা মানুষকে বিশ্বজনীন কল্যাণের পথে একতাবদ্ধ করে।”
চিঠিতে ড. ইউনূস আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই জাতি দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতি ও অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাবে—এই প্রত্যাশাও জানান তিনি।
রবিবার (৮ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা-আদানপ্রদানের কথা জানানো হয়।
দুই দেশের রাষ্ট্রনায়কদের এই হৃদ্যতা কেবল শিষ্টাচারিক সৌজন্য নয়, বরং তা বহন করে পারস্পরিক শ্রদ্ধা, আস্থার বহ্নিশিখা এবং সহাবস্থানের দৃঢ় বার্তা। ঈদের শুভক্ষণে দুই প্রতিবেশীর মধ্যে এমন সহমর্মিতার আদানপ্রদান অঞ্চলীয় সম্প্রীতির প্রেরণার বাতিঘর হয়ে উঠুক—এমনটাই প্রত্যাশা জনমনে।
এই সংবাদটি শেয়ার করুন
সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগের ঘোষণা এসেছে। ১ লাখ ৮২২টি এমপিওভু...
রয়েল এনফিল্ড–-শুধু একটা বাইক নয়, ইতিহাসের-ঐতিহ্যের অংশ! ১৮৯৩ সালে ইংল্যান্ডে যাত্রা...
বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া নতুন কোনো বিষয় নয়, তবে সাম্প্রতিক ত...
বৃষ্টি হচ্ছে…আর আমার হৃদয়ের সমস্ত নীল মেঘতোমার নামেই ছড়িয়ে দিচ্ছে জলরাশি,যেমন অকারণে, অথচ নির্ভেজাল...
বাবা দিবসে ফেসবুক ভরে যায় "আই লাভ ইউ বাবা" লিখায়, অথচ চল্লিশ -ষাট শতাংশ বাবাই আছেন...
কুমিল্লার ১৮টি থানার ইতিহাসে প্রথমবারের মতো নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজনীন...
The Weekly Swadesh Journal স্বদেশ জার্নাল