প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ভ্রমণ | প্রকাশ: 23 Jun 2025, 9:02 PM
সুনামগঞ্জের প্রকৃতির অপরূপ রত্ন, টাঙ্গুয়ার হাওর—যেখানে জল, জলজ এবং জীবনের এক অপূর্ব সহাবস্থান। অথচ মানবসৃষ্ট চাপ, বেপরোয়া পর্যটন এবং অসচেতনতার কবলে পড়ে হুমকির মুখে পড়েছে এই জীবন্ত পরিবেশ। এমতাবস্থায় হাওরের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষায় দৃঢ় পদক্ষেপ নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
রবিবার, ২২ জুন ২০২৫ তারিখ রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম ঘোষণা করেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
জরুরি ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থেই এই সিদ্ধান্ত। হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জলজ প্রাণীর আবাসস্থল যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে সব ধরনের ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।” নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, টাঙ্গুয়ার হাওর শুধু একটি জলাভূমি নয়—এটি একটি প্রাণবৈচিত্র্যের ভান্ডার, যেখানে শতাধিক প্রজাতির মাছ, জলজ উদ্ভিদ, পাখি এবং অন্যান্য প্রাণীর বাস। কিন্তু গত দুই দশকে এই হাওরের প্রায় ৭০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে গেছে, যেটি এক ভয়াবহ সংকেত।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, “টাঙ্গুয়ার হাওর এখন একটি পরিবেশগত সংকটাপন্ন অঞ্চল। অনিয়ন্ত্রিত পর্যটন, হাউসবোটের শব্দ ও তেল দূষণে জলজ প্রাণীর জীবন বিপন্ন হচ্ছে। সরকারকে এখনই নির্ভরযোগ্য গবেষণা শুরু করে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।”
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এক সাক্ষাৎকারে বলেন, “হাওরের পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন বদ্ধপরিকর। যে কেউ নির্দেশনা অমান্য করলে তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।”
এছাড়াও জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও জেলা প্রশাসনের নির্ধারিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
টাঙ্গুয়ার হাওরকে বাঁচাতে হলে প্রয়োজন সম্মিলিত সচেতনতা, বৈজ্ঞানিক গবেষণা, ও নিয়ন্ত্রিত পর্যটন। এই নিষেধাজ্ঞা যেন কেবল তাৎক্ষণিক পদক্ষেপে সীমাবদ্ধ না থাকে, বরং হয়ে ওঠে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রথম ধাপ। প্রকৃতি তার নিজস্ব ছন্দে ফিরুক, হাওর আবার বেঁচে উঠুক তার হারানো প্রাণবৈচিত্র্য নিয়ে—এটাই হোক আজকের অঙ্গীকার।
এই সংবাদটি শেয়ার করুন
ইলিশ—জাতীয় মাছ হিসেবে আবেগ ও অর্থনীতির এক অনন্য প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে এর ক্রমবর্ধমান দাম সা...
এক সপ্তাহের অচলাবস্থার অবসান ঘটিয়ে আবারও সচল হয়ে উঠেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যৌক্তিক সংস্কার...
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘দেশের মানুষ ১৭ বছর...
মিল্লার লালমাই উপজেলার মনোহরপুর এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করে মাতলামি করার দায়ে দুই যুবককে কারাদণ্...
কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে মো. মোস্তফা (৫০) নামের এক রাজমিস্ত্রির হাত-পা বাঁধ...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়ে...
The Weekly Swadesh Journal স্বদেশ জার্নাল