প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 10:46 PM
মিল্লার লালমাই উপজেলার মনোহরপুর এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করে মাতলামি করার দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ জুন) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মনোহরপুর পশ্চিম পাড়ার মোবারক হোসেনের ছেলে মেহেদী হাসান শাকিল (২৩) ও কোনার পাড়ের বিল্লাল হোসেনের ছেলে ওমর ফারুক অপু (২১)।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার মনোহরপুর পশ্চিম পাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় দুই যুবক মাতলামি শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে আটক করে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার ও লালমাই থানা পুলিশের একটি টিম। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেহেদী হাসান শাকিলকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুক অপুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদকসেবীকে দণ্ড দেওয়া হয়েছে। লালমাই উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ প্রকাশ্যে বা গোপনে মাদক সেবন কিংবা বিক্রি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। জনগণকে সচেতন ও সোচ্চার হতে হবে। মাদক সেবনকারী ও বিক্রেতাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাই।”
ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই রায় মাদকসেবীদের জন্য একটি কড়া বার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড রোধে সহায়ক হবে।
এই সংবাদটি শেয়ার করুন
ইলিশ—জাতীয় মাছ হিসেবে আবেগ ও অর্থনীতির এক অনন্য প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে এর ক্রমবর্ধমান দাম সা...
এক সপ্তাহের অচলাবস্থার অবসান ঘটিয়ে আবারও সচল হয়ে উঠেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যৌক্তিক সংস্কার...
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘দেশের মানুষ ১৭ বছর...
কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে মো. মোস্তফা (৫০) নামের এক রাজমিস্ত্রির হাত-পা বাঁধ...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়ে...
বরুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় প...
The Weekly Swadesh Journal স্বদেশ জার্নাল