প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 3:21 PM
                                 
                        
                        কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এক হৃদয়বিদারক গণপিটুনির ঘটনায় রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে সংঘটিত এই বর্বর হামলায় গুরুতর আহত অবস্থায় অপর মেয়ে রুমা আক্তারকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত নিহত পরিবারটির বিরুদ্ধে মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। তবে ঘটনার পেছনে স্থানীয় বিরোধ, প্রভাব বিস্তার এবং এক কিশোরের মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর তীব্র প্রতিক্রিয়া সরাসরি এই হত্যাকাণ্ডের ট্রিগার হয়ে ওঠে।
মোবাইল চুরি ও উত্তেজনার সূচনা
গত মঙ্গলবার কড়ইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমীনের মোবাইল ফোন চুরি হয় বাজারের একটি ফটোকপি ও ওষুধের দোকান থেকে। সন্দেহভাজন হিসেবে ধরা পড়ে এক কিশোর, যিনি নিহত রুবির আত্মীয়। এরপর থেকেই রুবি পরিবারের সঙ্গে শিক্ষক রুহুল আমীন, স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ও তাদের স্বজনদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একাধিকবার দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, কিলঘুষির ঘটনা ঘটে।
বুধবার বিকেলে গ্রামবাসী মোড়ে জড়ো হয়ে রুবি পরিবারকে 'শাস্তি দেওয়ার' সিদ্ধান্ত নেয়। ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ ও ইউপি সদস্য বাচ্চু মিয়াও উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর পরের দিন সকালেই ঘটে গণপিটুনির এই মর্মান্তিক ঘটনা।
নির্মমতা ও নৃশংসতা
সাততলা ভবনের উঠানে রোকসানা আক্তারের মরদেহ, সিঁড়ির পাশে রাসেল মিয়া এবং সড়কের ওপর পড়ে ছিল জোনাকি আক্তার—প্রত্যেকেই নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ও স্বজনদের ভাষ্যমতে, হামলার সময় রুবি চেয়ারম্যানকে থাপ্পড় মারলে উত্তেজনা চরমে ওঠে। মুহূর্তেই জনতা হামলা চালায়।
মাদক-সংযুক্তি নাকি সামাজিক প্রতিহিংসা?
পুলিশ জানিয়েছে, নিহত তিনজনসহ পরিবারটির পাঁচ সদস্যের বিরুদ্ধে রয়েছে ৪৩টি মামলা, যার অধিকাংশ মাদক সংক্রান্ত। তবে ঘটনার গভীরে অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, এলাকাবাসীর প্রতিশোধপরায়ণ মনোভাব এবং স্থানীয় নেতাদের ভূমিকা এই ঘটনার মূলে ছিল।
পুলিশের নীরবতা ও দায়
ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। আগের দিন বিকেল থেকে উত্তেজনা থাকলেও প্রশাসনের তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি। স্থানীয়রা বলছেন, পুলিশ যদি আগেভাগেই খবর নিয়ে ব্যবস্থা নিত, তাহলে হয়তো এই প্রাণহানি রোধ করা সম্ভব হতো।
কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান জানিয়েছেন, “আইনি প্রক্রিয়া চলছে। পুলিশের গাফিলতি থাকলে তাও খতিয়ে দেখা হবে।”
মানবাধিকার সংগঠনের প্রতিক্রিয়া
এ ঘটনার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এমএসএফ-এর সভাপতি সুলতানা কামাল এক বিবৃতিতে বলেন, “আইনের শাসনকে পাশ কাটিয়ে এমন নৃশংস গণপিটুনি সভ্য সমাজে অকল্পনীয়। এটি একটি চরম মানবাধিকার লঙ্ঘন।” আসকের বিবৃতিতে বলা হয়, “জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গণপিটুনিতে ৯৪ জন প্রাণ হারিয়েছেন। এটি রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন।”
তদন্ত ও বিচার দাবি
অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের মানবাধিকার সংস্থাগুলো। পুলিশের পক্ষ থেকেও একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
                                
                                কুমিল্লার মাঠে বিএনপির চূড়ান্ত দল সাজানো — যাদের ওপর ভরসা কর...
কুমিল্লার রাজনীতি আবার সরগরম। এক সময়ের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলা এখন জাতীয় রাজনীতির আলোচন...
                                
                                কোতোয়ালির সন্তান অবশেষে সদর আসনে— বিএনপির টিকিট পেলেন মনিরুল...
দীর্ঘ রাজনৈতিক পথচলার পর অবশেষে স্বপ্নের আসনে ফিরলেন কুমিল্লার কোতোয়ালির সন্তান মনিরুল হক চৌধুরী। কু...
                                
                                কুমিল্লায় অস্ত্র ও গাঁজাসহ বিপুল জব্দ: বিজিবির অভিযানে দুই ব...
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি...
                                
                                দক্ষতা বিকাশে বিদেশি ভাষা শেখার পরামর্শ দিলেন ড. সায়মা হক বি...
শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে অন্তত একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানি...
                                
                                নেপালে পানবাড়ি পর্বতে নিখোঁজ দুই ইতালীয় পর্বতারোহী, তীব্র তু...
নেপালের পশ্চিমাঞ্চলের পানবাড়ি পর্বতে অভিযান চালানোর সময় দুই ইতালীয় পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। দেশটির...
                                
                                জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারের জোর প্রস্তুতি: প্রশিক্ষণ ন...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত...
                                
                                রায়পুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার...
আখতার হোসাইন খানলক্ষ্মীপুর জেলা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এ...
                                
                                ভয় নয়, বিস্ময়! কুমিল্লায় ধরা পড়ল ১২ ফুট লম্বা অজগর সাপ
কুমিল্লার কোটবাড়ি এলাকায় হঠাৎ করেই দেখা মিলল এক বিশাল আকৃতির অজগরের! শনিবার সকালে আনসার ক্যাম্পের পা...
                                
                                নির্বাচনের আগেই নতুন বই শিক্ষার্থীদের হাতে: প্রাথমিক শিক্ষা...
আসন্ন জাতীয় নির্বাচন সামনে থাকলেও নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে কোন...
                                
                                কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন নেতৃত্ব গঠনে তিন সদস্...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংগঠন...
                                
                                রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ২ শিশুসহ ৬ জনের...
ইউক্রেনে আবারও রাশিয়ার তীব্র হামলা। শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত চলা একের পর এক ড্রোন ও ক...
                                
                                সারাদেশে ক্যান্সার সচেতনতা বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
বাংলাদেশে ক্যান্সারসহ অন্যান্য অ-সংক্রামক রোগ নিয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্...