লালমাই মুক্ত স্কাউট গ্রুপের আত্নপ্রকাশ অনুষ্ঠান লালমাই মুক্ত স্কাউট গ্রুপ কমিটির সভাপতি মো. আবু তাহের এলটির সভাপতিত্বে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাই গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয়।
আত্নপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো. আবদুর রাজ্জাক। প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাইনুদ্দীন খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালমাই মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার মো. নোমান।
প্রধান অতিথি আবদুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, স্কাউটিং একটি শিক্ষা সেবা প্রশিক্ষণমূলক আন্দোলন। স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে, সেবা দেওয়ার মানসিকতা সম্পূর্ন করে দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে রোভার স্কাউটরা কাজ করে যাচ্ছে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন— রোভার স্কাউটের মূলমন্ত্র হল— সেবা। সেবা করার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে ও চিনতে হবে। স্কাউটরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়। বিভিন্ন ক্যাম্পে স্কাউটরা অংশগ্রহন করে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে।
অনুষ্ঠানের সভাপতি মো. আবু তাহের তাঁর সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুক্ত দলের সাথে স্কাউটরা সম্পৃক্ত থেকে প্রশিক্ষণের মাধ্যমে সফলতার কৌশল সম্পর্কে জানতে পারে, পরিশ্রম করার মনমানসিকতা তৈরি হয় ও মানবতার কল্যানে কাজ করার প্রেরণা জোগায়
এ সময় উপস্থিত ছিলেন ওমর সালেহ তাসরিফ উডব্যাজার, শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার নয়ন দেওয়ানজী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক সিনিয়র রোভার জাবেদ হোসাইন, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. বাধন, গার্ল ইন সিনিয়র রোভার মেট খাদিজা ইয়াসমিন নেয়ামা।