প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিল্প ও সাহিত্য | প্রকাশ: 22 Jun 2025, 1:04 AM
তোমার চোখে আমি দেখিনি তখন—
বেদনার অনন্ত জলধি কাঁপছে, নিঃশব্দে…
আমার বলা প্রতিটি বাক্য ছিল যেন ছুরি,
যা কেটে দিয়েছিল তোমার ভেতরের নরমতম ফুলপাতা।
আমি বুঝিনি, আমি ভেবেছিলাম
তুমি পাথরের মতো শক্ত—
কিন্তু তুমি ছিলে এক ফাটল ধরা মাটির পাত্র,
যা এক ফোঁটা জলেই ভেঙে পড়ে।
আমার সিদ্ধান্ত—সেটা ছিল না সিদ্ধান্ত,
ছিল এক ভুলে ভরা আধ ফোটা ফুল,
ছিল এক সুর কাটা বিষণ্ন গান,
যেখানে তুমি মরতে চেয়েছিলে
আমার ভুলের ভারে।
ভেবেছিলাম আমি ভালো থাকব…
কিন্তু এখন জানি—আমি খুব করেই
তুমি না থাকলে হৃদয় কেবল
একটা নীরব শোকগাথা।
ফুল আর ফোটে না আমার বারান্দায়,
ঘুম আর আসে না জানালার পাশে,
তোমার নাম লেখা প্রতিটি শব্দে
আমি খুঁজি নিজেরই বিচার।
আমি ক্ষমাপ্রার্থী—
না, কেবল মুখে নয়, রক্তমাখা অক্ষরে,
আমার প্রতিটি শিরায় এখন
বয়ে চলে অনুশোচনার তপ্ত নোনা জল।
যদি আরেকবার হৃদয়ের ছায়ায়
তোমায় স্থান পাই,
তবে নিজেকে এতটাই ভেঙে গড়ব
যেন তুমি কখনো ব্যথিত না হও,
তোমার চোখে আর কখনো
দুঃখের আলো ছায়া না ফেলে।
তুমি যদি ফিরে না আসো…
তবুও আমার অনুতাপ থাকবে অমলিন,
যত দিন বেঁচে থাকি—
তত দিন শুধু তোমার শান্তির জন্য
নিজেকে আগুনে রাখব ধীরে ধীরে।
তোমাকে কষ্ট দেওয়ার প্রতিটি মুহূর্ত
ভারি বর্ষণের মতো ঝরে যাক অঝোর ধারায়,
জলের তলায় নৃত্য তুলে ফুটুক শতদল
অনুতাপের ছোঁয়ায় হাসুক স্মৃতির আলপনা।
— খাজিনা খাজি, কবি ও সংগঠক।
এই সংবাদটি শেয়ার করুন
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘দেশের মানুষ ১৭ বছর...
মিল্লার লালমাই উপজেলার মনোহরপুর এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করে মাতলামি করার দায়ে দুই যুবককে কারাদণ্...
কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে মো. মোস্তফা (৫০) নামের এক রাজমিস্ত্রির হাত-পা বাঁধ...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়ে...
বরুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় প...
মুরাদনগরে ধর্ষকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি সনাতনীদেরনিজস্ব প্রতিবেদক।। কুম...
The Weekly Swadesh Journal স্বদেশ জার্নাল